১৯৪৪ সাল। ঢাকা
থেকে কলকাতা এসেছেন উৎপলা ঘোষ। গুরু সুধীরলাল চক্রবর্তীর পরিচালনায় রেকর্ডও হয়েছে।
রেকর্ড বেরোতেই সাড়া পড়ে গেল! উৎপলা তখন স্কটিশ চার্চ কলেজের ফার্স্ট ইয়ারের
ছাত্রী। কলেজ থেকে ট্রামে বাড়ি ফিরছেন একদিন - হঠাৎ দেখা, গুরুভাই নিখিল সেনের সঙ্গে। উৎপলাকে দেখেই
উচ্ছসিত হয়ে তিনি বলে উঠলেন - তোমার গান তো হিট হইসে! অবাক উৎপলা - হিট মানে কী,
নিখিলদা?
- মানে, খুব বিক্রি হইতাসে।
সেই প্রথম উৎপলা
জানলেন 'হিট'-এর মানে আর মান! মনে নিশ্চয়ই রেখেছিলেন
আজীবন... কালে, এই উৎপলা ঘোষই হয়েছিলেন খ্যাতনাম্নী গায়িকা
উৎপলা সেন।
১৯২৪ সালের ১২ই
মার্চ, ঢাকায় জন্মগ্রহণ
করেন উৎপলা। পিতামহ রায়বাহাদুর যোগেশ ঘোষ নাতনির সুন্দর মুখশ্রী দেখে আদর করে
রেখেছিলেন 'উৎপলা' নাম। পিতা ছিলেন রায়বাহাদুর প্রফুল্লকুমার ঘোষ।
মা হিরণবালা দেবী ছিলেন আনন্দময়ী মা'র অষ্টসখীর এক সখী। হারমোনিয়াম, সেতার, এস্রাজ ও
বংশীবাদনে তিনি ছিলেন অনন্যা। গাইতেন ভক্তিগীতিও। আত্মজা উৎপলাকে গানের প্রাথমিক
শিক্ষা দিয়েছিলেন হিরণবালা দেবী স্বয়ং। কিছুটা বড় হলে খগেশচন্দ্র চক্রবর্তীর কাছে
তালিম নিতে শুরু করেন উৎপলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত প্রতিযোগিতায় একাধিক
বিষয়ে প্রথম হয়েছিলেন তিনি। তিরিশের দশকের শেষদিকের কথা। এরপর, ১৯৩৯ সালে ঢাকা বেতারকেন্দ্রের নিয়মিত শিল্পী
হিসাবে যোগ দেন উৎপলা। প্রথম যে গানটি গেয়েছিলেন, সেটি ছিল মা
হিরণবালা দেবীর শেখানো। শুধু গান নয়, অভিনয়, আবৃত্তিও করতেন
ঢাকা রেডিওতে। ১৯৪১ সালে রবীন্দ্রপ্রয়াণের দিবসে 'নির্ঝরের স্বপ্নভঙ্গ'-এর আবৃত্তি প্রচারিত হয়েছিল কিশোরী উৎপলার
কণ্ঠে।
স্ত্রী হিরণবালার
সঙ্গীতপ্রতিভা বিকাশের কথা, সে যুগে দাঁড়িয়ে
যেমন ভাবতে পারেন নি রায়বাহাদুর প্রফুল্লকুমার, তেমনি প্রাথমিকভাবে মেনে নিতে পারেন নি মেয়ে
উৎপলার বাইরে গান গাওয়া। এমনকি, উৎপলা যে স্কুলে
পড়তেন, সে স্কুল থেকেও
গান গাওয়ার জন্য বিতাড়িত হয়েছিলেন উৎপলা। পরে যখন 'স্টেটসম্যান' পত্রিকায় ওঁর গানের ভূয়সী প্রশংসা প্রকাশিত হয়,
যেমন গর্ববোধ করেছিলেন
রায়বাহাদুর প্রফুল্লকুমার, তেমনি উৎপলাকে
সাদরে স্কুল কর্তৃপক্ষ ডেকে নিয়েছিল। ঢাকা রেডিওতে সে যুগে আধুনিক গানের প্রচলন
ছিল না। চল্লিশের দশকের গোড়ায়, ঢাকা বেতারে
আধুনিক গানের নতুন স্রোত এনেছিলেন ফরিদপুর নিবাসী বিখ্যাত গায়ক সুরকার সুধীরলাল
চক্রবর্তী। ১৯৪০ সালে, এক সঙ্গীতালেখ্যর পরিচালনা সূত্রে সুধীরলাল
সঙ্গে পরিচয় হয় উৎপলার। রেডিওশিল্পী সুকণ্ঠী
উৎপলা, স্বভাবতই পড়েন
সুধীরলালের নজরে। সেই থেকে উৎপলাকে ছাত্রী হিসাবে স্বীকৃতি দেন গিরিজাশঙ্কর
চক্রবর্তীর সুশিষ্য সুধীরলাল। ইতিমধ্যে রেকর্ডসঙ্গীতজগতেও সুধীরলাল জনপ্রিয়তা
অর্জন করেছেন। ১৯৩৯ সাল থেকেই তিনি হয়েছেন হিন্দুস্থান রেকর্ডসের নিয়মিত শিল্পী। সুধীরলাল
চক্রবর্তীর অনুপ্রেরণাতেই, ১৯৪২ সালে উৎপলার
কলকাতায় আসা। ১৯৪৩ সালে উৎপলাও যোগ দেন হিন্দুস্থান রেকর্ডস কোম্পানিতে। সে বছর
দুর্গা সেনের পরিচালনায় প্রকাশিত হয় ওঁর প্রথম রেকর্ড, যার একপিঠে ছিল 'দূরে গেলে মনে রবে না জানি', ও অন্যপিঠে 'প্রিয় এই কি তোমার শেষ গান' - দুটি গানেরই রচয়িতা ছিলেন বিশ্বরঞ্জন ভাদুড়ী।
১৯৪৪ সালে, গুরু সুধীরলাল
চক্রবর্তীর সুরে 'এক হাতে মোর
পূজার থালা' গেয়ে শ্রোতাদের
নজর কাড়েন শিল্পী। সেই ছিল ওঁর প্রথম 'হিট' গান!
উৎপলা সেন
১৯৪৪ সালেই
কলকাতা বেতারকেন্দ্রের নিয়মিত শিল্পী হিসাবে স্বীকৃতি পান উৎপলা। ঢাকা থেকেই ম্যাট্রিক পাশ করার পর, সে বছরই, প্রথম 'হিট' রেকর্ড বেরোনোর
সাথে সাথেই স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন তিনি। থাকতেন ডান্ডাস কন্যাবাসে। ততদিনে
উৎপলা ব্যস্ত শিল্পী। রেডিওতে গান গাইছেন নিয়মিত, মাঝেমধ্যেই পড়ছে অনুষ্ঠানে ডাক। তখন গীত,
গজল, ভজন আর ভক্তিগীতিই বেশি গাইতেন শিল্পী।
আনন্দময়ী মা'র শিষ্যা,
মা হিরণবালার কাছে ততদিনে
শিখে গেছেন 'হরিনাম লিখে দিও
অঙ্গে', 'জাগো রে জাগো রে
মন'-এর মতো অপূর্ব সব
ভক্তিগীতি। কলেজে পড়তে পড়তেই প্রথম প্লেব্যাকের সুযোগ পান উৎপলা। গুরু সুধীরলালই
ওঁকে নিয়ে গেছিলেন নিউ থিয়েটার্স স্টুডিওতে। পঙ্কজকুমার মল্লিক তখন সঙ্গীত
পরিচালনা করছেন 'মেরি বেহেন'
নামক হিন্দি ছবিতে।
কলকাতায় নবাগতা বাঙাল মেয়েটিকে দেখলেন। সুধীরলালের উপরও যথেষ্ট ভরসা ওঁর। তার উপর
সেই মেয়ে ইতিমধ্যে রেকর্ডেও গেয়ে ফেলেছে। উৎপলা সুযোগ পেয়ে গেলেন প্লেব্যাকের।
কুন্দনলাল সায়গল আর সুপ্রভা সরকারের গানের পাশাপাশি ছবিতে স্থান করে নিল কিশোরী
উৎপলার 'ম্যায় ইন ফুলোঁ
সঙ্গ ডোলুঁ রে' গানটি। আদর করে
উৎপলাকে পঙ্কজ মল্লিক নাম দিয়েছিলেন 'মৃণাল'।
রন্ধনপটীয়সী
ছিলেন এই মৃণাল। রান্না করতেও ভালোবাসতেন। একবার বেলা দে'র 'মহিলা মহল'-এ 'ডাব চিংড়ি', 'ভাপা ইলিশ' রান্নাও শিখিয়েছিলেন তিনি। গুরু সুধীরলাল বাড়ি
যেদিন যেতেন, পৌঁছে যেতেন একদম
সকালবেলা। সুধীরলাল তখন বলতেন, উৎপলা, আমার বিড়ালগুলোর জন্য একটু রান্না করে দাও না!
সযত্নে রান্না করতেন বাধ্য ছাত্রী। আসলে তিনিও যে পশুপাখিদের বড় ভালোবাসতেন!
রান্না করে বিড়ালদের খাওয়াতে খাওয়াতে দুপুর হয়ে যেত। সুধীরলাল জিরিয়ে নিতেন খানিক।
তারপর শুরু হত গানের ক্লাস।
স্কটিশ চার্চ
কলেজে পড়ার সময়টা উৎপলার জীবনের খুব আনন্দময় সময়। মিশুকে উৎপলার ছিল অনেক বন্ধু।
কলেজে যেমন, তেমনি কন্যাবাসে। তাদের সঙ্গে মহানন্দে দিন
কাটাতেন উৎপলা। এমনি সময় বসন্তের দূত হয়ে ওঁর জীবনে আসেন সতীন্দ্রকুমার সেন। সে
সময়ে কন্যাবাসের দরজায় মাঝেমধ্যেই আসত শ্রী সেনের গাড়ি। সখীসহ উৎপলাকে নিয়ে যেতেন
লং ড্রাইভে, কখনও বা কোনো ভালো রেস্তোরায়। খাওয়াতে যেমন
ভালোবাসতেন, খেতেও তেমনি ভালোবাসতেন উৎপলা। ১৯৪৫ সালে
সতীন্দ্রকুমারের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন উৎপলা। আই এ পরীক্ষায় আর তাঁর বসা
হয়নি - তখন তিনি সাংসারিক কাজে মহাব্যস্ত। কিন্তু গানের রেওয়াজে কোনও ছেদ ঘটেনি
উৎপলা সেনের। বন্ধ হয়নি গুরুর বাড়ী যাওয়াও।
বিবাহ-পরবর্তী জীবনে হিন্দুস্থান কোম্পানি থেকে নিয়মিত রেকর্ড প্রকাশ হয়েছে
শিল্পীর। একে একে প্রকাশ পেয়েছে 'চলে যাওয়া নহে ভুলে যাওয়া', 'যদি ভুল ভেঙে যায়', 'প্রিয় তোমার আমার মিলন শুধু', 'প্রথম মিলনে তোমার প্রথম গান',
'গানের বলাকা ভেসে যায়
প্রিয়', 'নয়নে ঘনালো শ্রাবণের ঘর', প্রভৃতি গান। পাশাপাশি, 'পথের দাবি', 'রাত্রি', 'ধাত্রীদেবতা', 'সাহারা', 'কালো ঘোড়া', 'মায়ের ডাক', 'অঞ্জনগড়', প্রভৃতি ছবিতে
শোনা গেছে ওঁর গান। ১৯৪৯ সালটি শিল্পী উৎপলার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। অনুপম
ঘটকের পরিচালনায় সে বছর হিন্দুস্থান রেকর্ডস থেকে প্রকাশিত হয় আনন্দময়ী মাতা
আশ্রমের শ্রী অভয় ব্রহ্মচারী রচিত 'হরিনাম লিখে দিও অঙ্গে', যা শিল্পীর মধুকন্ঠে ভক্তিরসের বন্যা বইয়ে দেয়। এ গান এমনি বিখ্যাত হয়, যে এর ইংরাজি তর্জমা কানাডা রেডিও থেকে প্রচারিত হয়। বাংলা ছাড়াও হিন্দি, উর্দু ভাষায় গান গাইতেন উৎপলা। রেডিওতে তো বটেই, রেকর্ডেও হিন্দি, উর্দু গীত, গজল গেয়েছেন তিনি।
গুরু সুধীরলাল
চক্রবর্তীর সুরে রেকর্ডে উনিশটি আধুনিক গান গেয়েছিলেন উৎপলা সেন। তার বেশিরভাগই, চল্লিশ এর দশকে। ১৯৫২ সালে হিন্দুস্থান রেকর্ডস কোম্পানিতে উৎপলা শেষ যে
রেকর্ডটি করেন, তাতে তিনি কণ্ঠ মেলান গুরু সুধীরলাল সঙ্গে।
গানদুটি ছিল, 'কেন গো ঝরা ফুলে' আর 'যদি নভে ওঠে চাঁদ'। সে বছরই বিশ্ববিখ্যাত হিস্ মাস্টার্স ভয়েস
কোম্পানিতে যোগদান করেন শিল্পী। সেই কোম্পানিতেও প্রথম দুটি গান করেন গুরুর সুরে।
গানদুটি ছিল, 'এলো কি শাওন' ও 'যদি জাগে শুকতারা'। ১৯৫২ সালের ২০শে এপ্রিল, মাত্র বত্রিশ বছর বয়সে পারলোকগমন করেন সুধীরলাল চক্রবর্তী। গুরুর মৃত্যুতে
আকুলা উৎপলা স্মৃতিচারণে লিখেছিলেন দুটি পংক্তি,
"শুধু তব স্মৃতি নয়, নহে শুধু সুরের সম্ভার,
সমস্ত জড়ায়ে তুমি
দাঁড়ায়েছে হৃদয়ে আমার।"
এই পঞ্চাশের
গোড়ায় একবার এক জলসায় গাইতে এসেছেন লতা মঙ্গেশকর। সঙ্গে গাইবেন বাংলার অন্যান্য
শিল্পীরাও। কিন্তু লতা স্টেজ ছাড়ার পর আর কারো সাহস হয়না গাইতে উঠবার। এমন সময়
সতীনাথ মুখোপাধ্যায়কে স্টেজ ওঠার জন্য রাজি করান উৎপলা সেন। সেদিনের জলসায়
সতীনাথের কণ্ঠ মধু ঝরায়। করতালিতে ভরে যায় প্রেক্ষাগৃহ। উৎপলার এই সহযোগিতা
কোনোদিন ভোলেন নি সতীনাথ। সুধীরলাল চক্রবর্তীর প্রয়াণের পর উৎপলা সেন সঙ্গীতশিক্ষা
শুরু করেন সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে। এরপর, পঞ্চাশ, ষাটের দশক জুড়ে সতীনাথের সুরে নিয়মিত গান
গেয়েছেন উৎপলা। এর শুরু সম্ভবত হয়েছিল 'হরিলক্ষ্মী' ছবির 'যাবার বেলার দিলাম তোমায় এই মালা' গানের মধ্য দিয়ে। তারপর একে একে এসেছে 'ভাবি শোনাবো না গান', 'ঝিকমিক জোনাকির দীপ জ্বলে শিয়রে', 'বেদনার মতো কী আছে মধুর আর', 'দোলা দিয়ে যায় কে', 'এমন লগন যেন চলে না যায়', 'ঝুম্কোলতার বনে', প্রাণে দোলা জাগানো আরও কত গান! উৎপলার কণ্ঠটি
শুনেই যেন মনে হতো সতীনাথের সুরে গান গাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত! না, আর কোনও শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় সুরারোপিত
গান এতো গান নি, যত গেয়েছেন উৎপলা
সেন।
উৎপলা সেন ও সতীনাথ মুখোপাধ্যায়
উৎপলা, সতীনাথ একত্রে গান গেয়েছেন ভারতের বিভিন্ন
প্রান্তে - বেতারে, নানা জলসায়।
দিল্লি, লখনৌ, পাটনা, এলাহাবাদ, জলন্ধর, কটক, শিলঙ, গৌহাটি, প্রভৃতি বেতারকেন্দ্রে সঙ্গীত পরিবেশন করেছেন
দুজনেই। এলাহাবাদে একত্রে গান গেয়ে স্বর্ণপদক জয় করেছিলেন সতীনাথ-উৎপলা। এমনি সব
অনুষ্ঠান ছিল বিচিত্র অভিজ্ঞতায় ভরা। একবার কাশ্মীরে জাওয়ানদের গান শোনাতে গেছেন
ওঁরা, এদিকে হাউসবোটে উৎপলার
ধুম জ্বর। কোনোমতেই শরীর ঠিক হচ্ছেনা, গলা গেছে বুজে। এমন সময় বোটে এলেন বেগম আখতার। তালমিছরি, লবঙ্গ, গোলমরিচ জলে ফেলে ফুটিয়ে, বারে বারে সেটা
খাওয়াতে লাগলেন। চলল জলপটি দেওয়া। সারা রাত জেগে প্রহরে প্রহরে নমাজ পড়লেন। ভোরের
দিকে জ্বর নামল উৎপলার, গলার স্বরও ফিরে
এলো। তখন বেগমসাহেবার ছুটি। আর একবার রেডক্রসের অনুষ্ঠানে উৎপলা গেছেন পুরী।
শুনলেন পুরীর রাজাও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মনে জেদ চাপল, রাজাকে উড়িয়া গান শোনাবেন। কিন্তু উড়িয়া গান
শেখাবে কে! হঠাৎ মনে হল, যে বৃদ্ধা
হোটেলের ঘরে ঘরে গিয়ে শাঁখ আর কটকী শাড়ি বিক্রি করেন, তাঁর তো উড়িয়া গান জানা থাকবে! যেমন ভাবা তেমন
কাজ! সেই বৃদ্ধাকে ডেকে নিয়ে শিখে নিলেন উড়িয়া গান। রাজামশাইকে শোনালেন, 'ন জিবি মু যমুনা জিবাকু কহোনা' - রাজা শুনে অবাক!
১৯৬৫ সালের ১৩ই
নভেম্বর, প্রয়াত হন উৎপলা সেনের স্বামী সতীন্দ্রকুমার।
তখন পারিবারিক ও সামাজিক সমস্ত আপত্তির বাধা অতিক্রম করে পরিণয়সূত্রে আবদ্ধ হন
দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীতসঙ্গী উৎপলা সেন ও সতীনাথ মুখোপাধ্যায়। কালীঘাটে যেদিন
দুজনের বিয়ে হল, সে ছিল এক রবিবার। মনের ভুলে বাড়িতে বিয়ের মালা
ফেলে গেছিলেন সতীনাথ। উৎপলার তাতে কী অভিমান! ১৯৬৮ সাল। সতীনাথের রেকর্ড বিক্রি
তখন তুঙ্গে, তুলনায় উৎপলার বিক্রি কম। এমন সময় এইচএমভি
জানিয়ে দিল, এতকালের শিল্পী উৎপলা সেনের গান রেকর্ড করতে
তারা আর আগ্রহী নন। আহত হলেন সতীনাথ। জিজ্ঞাসা করে জানা গেলো, সতীনাথের গান রেকর্ডে এইচএমভির কোনো আপত্তি নেই। কিন্তু সহৃদয় সতীনাথ উৎপলার
এই অপমান মানতে পারলেন না। এইচএমভি ছেড়ে দিয়ে দুজনে যুক্ত হলেন মেগাফোন কোম্পানির
সঙ্গে। মেগাফোনের কমল ঘোষ সানন্দে আহ্বান জানালেন শিল্পীদম্পতিকে। মেগাফোনে উৎপলা
প্রথম রেকর্ড করলেন ১৯৬৯-এর পুজোয়,
'আমি তোমার কাছে বারেবারে
নতুন হতে চাই' - সুরকারের দায়িত্ব পালন করলেন সতীনাথ-উৎপলার
দীর্ঘদিনের শুভাকাঙ্খী হেমন্ত মুখোপাধ্যায়। মেগাফোনে উৎপলার কণ্ঠে প্রকাশিত হল আরও
অনেক গান, সত্তর-আশির দশক জুড়ে। একে একে হিট হল 'পাখিদের ওই পাঠশালাতে', 'কিংশুক ফুল হিংসুক ভারী', 'আমরা দুজনে শুধু দুজনার', 'দুখের দিনে কেউ তো থাকেনা', 'ডুবে গেলো চাঁদ মেঘের আড়ালে',
ইত্যাদি গান।
সতীনাথ
মুখোপাধ্যায়ের কাছে উৎপলা সেন ছিলেন আদরের রোশনি। রোশনি খেয়ালি, আর সতীনাথ আত্মভোলা। দুইয়ের জুটি ছিল অসম্ভব
সুন্দর। প্রতি রবিবার একসঙ্গে যেতেন সিনেমা দেখতে। একবার সিনেমা হলে বিপত্তি।
সেজেগুজে উৎপলা বসে আছেন নিজের সিটে, পাশের সিটে মাফলার গলায় সতীনাথ। হঠাৎ দেখেন বারেবারে, খানিক্ষন পর পর কে যেন পিঠে সুড়সুড়ি দিয়ে
চলেছে। একী! বিরক্ত হয়ে উৎপলা স্বামীকে বললেন, পরের বার সুড়সুড়ি দিলেই আমি তোমায় চিমটি কাটবো,
আর তুমি লোকটাকে ধরবে!
কিছুক্ষন পর যথারীতি আবার সুড়সুড়ি। সঙ্গে সঙ্গে সতীনাথকে উৎপলার চিমটি। ওমা! উৎপলা
দেখেন সতীনাথ লোকটাকে না ধরে হেসে উঠেছেন! পাশ ফিরে দেখেন পিছনের সিটে ওস্তাদ
বিলায়েৎ খাঁ! এতক্ষন মজা করছিলেন উৎপলার সঙ্গে!
আত্মভোলা হলেও
সতীনাথ ছিলেন স্নেহময় পিতা। উৎপলার পিতৃহারা যুবক পুত্র আশীষকে চোখে হারাতেন তিনি।
চেয়েছিলেন, একটা ফুটফুটে
মেয়ে হোক ওঁদের। কিন্তু তাতে যদি আশীষ আঘাত পায়! তাই পুতুল-কন্যা গার্গীকে নিয়ে
থাকতেন সতীনাথ। কাপড়ের গার্গীই ছিল সতীনাথের মেয়ে। দিনের বেলা সে থাকত আলমারিতে।
রাতে শুতে যাবার আগে গার্গীকে আলমারি থেকে নামিয়ে, গায়ে মাথায় হাত বুলিয়ে, চুল আঁচড়ে, আবার ফিরিয়ে দিতেন তার আলমারি-বিছানায়। অভিমানী
উৎপলার এক বার সহ্য হয়নি গার্গীর প্রতি এই আদর - তুমি কেবলই তো গার্গীকে নিয়ে আছ!
আমার দিকে ফিরেও তাকাও না! ছিঁড়ে কুটি কুটি করে বারান্দা থেকে ছুড়ে ফেলে
দিয়েছিলেন গার্গীকে। গার্গীকে হারিয়েও আদরের রোশনীকে আঘাত করতে পারেন নি মরমী
সতীনাথ মুখোপাধ্যায়।
১৯৯১ সাল। উৎপলার
ইন্টেস্টিনাল ভলভুলাস ধরা পড়ল। অপারেশনও হল। ওই সময় থেকেই খুব দুশ্চিন্তায় থাকতেন
সতীনাথ মুখোপাধ্যায়। ইতিমধ্যে হার্টের
সমস্যা দেখা দিল সতীনাথের। তবু কাউকে বুঝতে দিতেন না শরীরের কষ্ট। একদিন সকালে
বাজার থেকে ফিরেছেন। হঠাৎ অনুভব করেন বুকে অসহ্য বুকে ব্যথা। সঙ্গে সঙ্গে ওঁকে ভর্তি করা হয় পিজি-তে। দিনটা
ছিল ১৯৯২-এর ১৩ ডিসেম্বর। সেদিনই
সন্ধ্যেবেলা আদরের রোশনীর মায়া কাটিয়ে চলে গেলেন সতীনাথ মুখোপাধ্যায়। বড় একা হয়ে
পড়েছিলেন উৎপলা সেন, সতীনাথের
প্রয়াণের পর থেকে। ইতিমধ্যে উৎপলার ক্যান্সার ধরা পরে। দুবার অপারেশন হয়। শেষরক্ষা
আর হয়নি। ২০০৫ সালের ১৩ই মে সুরলোকে গমন করেন উৎপলা সেন। শেষজীবনের এক সাক্ষাৎকারে
সে সময়কার এক গল্প শুনিয়েছিলেন উৎপলা। তখন তিনি ঘোরতর অসুস্থ। অথচ ছেলে আশীষ তখন
বাইরে। ডাক্তার বিমলেন্দু মুখোপাধ্যায়ের কাছে গেছেন অস্ত্রোপচার করতে। গিয়ে
করুণভাবে বললেন - ডাক্তারবাবু, আমি এখনই আপনার
ভিসিট দিতে পারবোনা। আমার ছেলে বাইরে। ডাক্তার মুখোপাধ্যায় বললেন, না - তা হতেই পারেনা। ভিসিট না দিলে আমি
কোনোমতেই অপারেশন করবো না। উৎপলা প্রায় করুণমুখে ফিরে যাবেন, এমন সময় তিনি ডেকে বললেন, কী? আমার ভিসিটস্বরূপ 'শুকতারা গো নিওনা
বিদায়' গানটা শোনাবেন না?
চোখ জলে ভরে উঠেছিল উৎপলা
সেনের।



